Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ নভেম্বর ২০২৩

কার্যাবলী ও কর্মবণ্টন

 

 

কার্যাবলী

 

  • বন্দরের জাহাজ চলাচল, জাহাজের বার্থিং এবং নিরাপদ নেভিগেশন কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করা; বহিঃনোঙ্গরে কার্গো হ্যান্ডলিং পরিচালনা করা;
  • বন্দর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠানের সাথে সভা করে বন্দর পরিচালনায় উত্তরোত্তর উন্নতি করা।
  • বন্দরের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালনা।

কর্মবণ্টন

 

কোড

বিভাগ/দপ্তর/প্রকল্প

কার্যাবলী

১০০

চেয়ারম্যান এর দপ্তর

পায়রা বন্দরের সকল বিভাগের কার্যাবলীর সামগ্রিক ব্যবস্থাপনা।

০৯৯

সদস্য (প্রশাসন ও অর্থ)

পায়রা বন্দরের প্রশাসন, অর্থ, হিসাব, অডিট, এম আই এস,  নিরাপত্তা ও মেডিক্যাল বিভাগের কার্যাবলীর সামগ্রিক ব্যবস্থাপনা।

০৯৮

সদস্য (হারবার এন্ড মেরিন)

পায়রা বন্দরের মেরিন ও কনজারভেন্সি এবং হাইড্রোগ্রাফি বিভাগের কার্যাবলীর সামগ্রিক ব্যবস্থাপনা।

০০৯

সদস্য (প্রকৌশল ও উন্নয়ন)

পায়রা বন্দরের সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ভূমি ও ভান্ডার বিভাগের কার্যাবলীর সামগ্রিক ব্যবস্থাপনা।

০০১

প্রশাসন

  • পায়রা বন্দর কর্তৃপক্ষের (পাবক) কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, বদলী, পদায়ন, যোগদান, পদোন্নতি, অবমুক্তি, অব্যাহতি, ছুটি, সিলেকশন গ্রেড, টাইমস্কেল, ইনক্রিমেন্ট প্রদান ইত্যাদি যাবতীয় কার্যক্রম।
  • পায়রা বন্দর কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো সংক্রান্ত সকল কাজ সম্পাদন।
  • পায়রা বন্দর কর্তৃপক্ষের প্রয়োজনে পদ সৃজন, সংরক্ষণ, স্থায়ীকরণ ও পদোন্নতি সংক্রান্ত কার্যক্রম।
  • পাবকের কর্মকর্তা/কর্মচারীদের চাকুরী বহি ও বার্ষিক গোপনীয় অনুবেদন সংরক্ষণ।
  • কর্মকর্তা-কর্মচারীদের জিপিএফ/সিপিএফ, পেনশন, আনুতোষিকসহ অন্যান্য আর্থিক সুবিধাদি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা।
  • কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গৃহীত কার্যক্রম সম্পর্কিত বিষয়াদি সম্পাদন।
  • কর্মকর্তা-কর্মচারীদের বিদেশগমন, বিদেশে চাকুরী, নিয়োগ বিষয়ক লিয়েন মঞ্জুরীকরণ সংক্রান্ত বিষয়াদি।
  • দেশের অভ্যন্তরে ও বাহিরে বিভিন্ন প্রশিক্ষণ, শিক্ষাসফর, সেমিনার, পরিদর্শন ইত্যাদি বিষয়ক কার্যক্রমে অংশ গ্রহণের প্রস্তাব অনুমোদন ও জিও জারি সংক্রান্ত বিষয়াদি।
  • কর্মচারী কল্যাণ সংক্রান্ত কার্যক্রম সম্পাদন।
  • পাবকের কেন্দ্রীয় লাইব্রেরী তত্ত্বাবধান ও সংরক্ষণ সংক্রান্ত কার্যাবলী সম্পাদন।
  • পাবকের প্রশাসনিক ভবন/ বন্দর ভবনে অফিস কক্ষ বরাদ্দ সংক্রান্ত কার্যক্রম।
  • পায়রা বন্দরের প্রশিক্ষন ইন্সটিটিউট সম্পর্কিত কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা ।
  • অফিসার্স ডরমিটরি, স্টাফ ডরমিটরি ও অফিসার্স রিক্রিয়েশন ক্লাব ইত্যাদি নিয়ন্ত্রণ ও পরিচালনা।
  • বিদ্যমান Personnel Policy সমূহ বাস্তবায়ন সম্পর্কিত কার্যক্রম ।
  • সুষ্ঠু শ্রম সম্পর্ক বজায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষকে সহযোগিতা।
  • মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন।
  • পাবকের সকল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও পরিচালনা এবং মসজিদ ব্যবস্থাপনা। 
  • কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় প্রদত্ত অন্যান্য কার্যাবলী সম্পাদন।

০০২

সচিব

  • সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন
  • শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন
  • অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন
  • তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন

০০৩

হিসাব

 

০০৪

অর্থ

 

০০৫

অডিট

 

০০৬

এমআইএস

  • পায়রা বন্দরের তথ্য প্রযুক্তির নেটওয়ার্ক অবকাঠামো, সিস্টেমস, অ্যাপ্লিক্যাশনস সচল রাখা ও তথ্য বাতায়ন হালনাগাদকরণ।
  • বন্দরের নতুন নতুন অবকাঠামোকে (জেটি, ইয়ার্ড, লাইটহাউজ ইত্যাদি) অটোমেশনের আওয়ায় আনার জন্য নেটওয়ার্ক সম্প্রসারণ, সিস্টেমস ও অ্যাপ্লিক্যাশনে উন্নয়ন সাধন করা।
  • বন্দরের সিস্টেমস ও অ্যাপ্লিক্যাশনে প্রমিত প্রক্রিয়া (Standard Process) ও উত্তম চর্চা (Best Practice) প্রয়োগের মাধ্যমে কর্মসম্পাদনে গতিশীলতা আনয়ন, সেবার মান উন্নয়ন ও বন্দর পরিচালনায় উত্তরোত্তর উন্নতি সাধন।
  • বন্দর কর্তৃপক্ষকে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণে সহযোগীতা করার জন্য অ্যানালিটিক্স (ইন্টারএক্টিভ রিপোর্ট, ড্যাশবোর্ড, ভিজুয়ালাইজেশন) সিস্টেম বাস্তবায়ন করা।
  • ই-গভর্ন্যান্স/ উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন।
  • মন্ত্রণালয় ও অন্যান্য নীতিনির্ধারক সংস্থা কর্তৃক প্রণীত নীতিমালা, গাইডলাইন প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োগ করা।

০০৭

পরিবহণ

 

০০৮

পরিকল্পনা

বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা

বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রনয়ণ

উন্নয়ন প্রকল্প প্রনয়ণ

পরিবীক্ষণ ও মূল্যায়ন

০১০

মেকানিক্যাল

 

০১১

ইলেক্ট্রিক্যাল

 

০১২

নিরাপত্তা

 

০১৩

মেরিন এন্ড কনজারভেন্সী

 

০১৪

হাইড্রোগ্রাফী

 

০১৫

মেডিক্যাল

 

০১৬

ভান্ডার

 

০১৭

ভূমি

 

০১৯

সিভিল

 

 

প্রকল্প পরিচালক, পায়রা সমুদ্র বন্দরের ১ম টার্মিনাল এবং আনুষাঙ্গিক সুবিধাদি নির্মাণ।

[১.১] পায়রা বন্দরের প্রথম টার্মিনালের ডিজাইন ও সুপারভিশন কার্যক্রম

[১.২] টার্মিনাল এলাকার (৪+২) লেন সংযোগ সড়ক নির্মাণ

[১.৩] আন্দার মানিক নদীর উপর সেতু নির্মাণ

[১.৪] টেম্পোরারি জেটি নির্মাণ (সার্ভিস জেটি)

[১.৫] সংযোগ সড়ক (৪+২ লেন) থেকে বানাতিপাড়া বাজার পর্যন্ত সড়ক নির্মাণ

[১.৬] ইয়ার্ড নির্মাণ

[১.৭] জেটি নির্মাণ

[১.৮] দুই (০২) টি টাগ বোট ক্রয়

[১.৯] দুই (০২) টি ওয়ার্ক বোট ক্রয়

[১.১০] পানি বিশুদ্ধকরণ প্লান্ট নির্মাণ

[১.১১] ড্রেইনেজ অবকাঠামো নির্মাণ

 

প্রকল্প পরিচালক, পায়রা বন্দরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো/সুবিধাদির উন্নয়ন।

[২.১]  ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন [ভবন নির্মাণ]

[২.২]  পাবকের ভূমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন

[২.৩]  ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য প্রশিক্ষণ

[২.৪] বন্দরের মাস্টার প্লান তৈরি

[২.৫] ভূমি অধিগ্রহণ

 

প্রকল্প পরিচালক, রাবনাবাদ চ্যানেলের (ইনার ও আউটার) জরুরি রক্ষণাবেক্ষণ ড্রেজিং

[৪.১] রাবনাবাদ চ্যানেলের (ইনার ও আউটার) জরুরি রক্ষণাবেক্ষণ ড্রেজিং কার্যক্রম

 

স্কিম পরিচালক, পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও রক্ষণাবেক্ষণ ড্রেজিং

[৪.২] ক্যাপিটাল ও মেইনেটেনেন্স ড্রেজিং স্কিমের ইঞ্জিনিয়ারিং স্টাডি সম্পন্নকরণ।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon